সিগিরিয়া বা রাবন প্যালেস (লায়ন রক)

পৃথিবীর প্রত্নতত্ত্বের ইতিহাসে সবচেয়ে সেরা প্রত্নতত্ত্বিক নিদর্শন বলা হয় সিগিরিয়াকে, অনেকে এটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্যও বলে থাকেন । রামায়ণে বর্ণিত রাবনের রাজপ্রাসাদও মনে করা হয় এই সিগিরায়কে। ২৮০ মিটার উচ্চতার এই নিদর্শনটির অবস্থান শ্রীলঙ্কায়। প্রত্নতাত্ত্বিক দের মতে প্রায় দেড় হাজার বছর আগে তৈরি করা হয় এই প্রাসাদটি। পাহাড়ের উপর ৬৫০ ফুট উঁচু পাথর কেটে কেটে তৈরি করা হয় সিগিরিয়া। প্রত্নতাত্ত্বিক দের মতে প্রাসাদটি নির্মাণ করতে প্রায় ৩ মিলিয়ন ইটের প্রয়োজন হয়েছিলো। ৩,৫০০ টন গ্রানাইট পাথর কেটে প্রাসাদের জন্য একটি পুকুর তৈরি করা হয়, গ্রানাইট পাথর হলো পৃথিবীর সবচেয়ে কঠিন পাথর। পুকুরের দৈর্ঘ্য ৯০ফুট আর প্রস্থ ৬৮ফুট। ১৮৩১ সালে জনাথন ফোর্স নামে একজন ভদ্রলোক এই সিগিরিয়ার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। হিন্দু মিথলজি অনুযায়ী এই প্রাসাদটি নির্মাণ করেন রাবনের বৈমাত্রেয় ভাই কুবের। বলা হয় রাবণ সীতাকে এই প্রাসাদে কিছুদিন বন্দি করে রেখেছিলেন। তারা বিশ্বাস করেন এটিই রামায়ণে বর্ণিত রাবনের সেই “সোনার লঙ্কা”। এছাড়া ইতিহাসে বর্ণিত আছে প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রীস্টপুর্ব ৫০০ শতাব্দী থেকেই সাধু সন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হত। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কাশ্যপ কোন যুদ্ধে পড়াজিত হয়ে ৪৯৫ খ্রীস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন।

Credit: Aminul Islam Tushar
© Mymensingh Travellers

Share the Post:

Related Posts

প্যাংগং লেক

লাদাখের লে শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,০০০ ফিট উঁচুতে অবস্থান নয়নাভিরাম প্যাংগং লেকের।১৩৪ কিলোমিটার দীর্ঘ

Read More

Contact Us

We would love to speak with you.
Feel free to reach out using the below details.

Get In Touch

Hours

Fill out the form below and we will contact you as soon as possible!